সম্ভবত এলোমেলো পথ ধরে নিরুদ্দেশের পাণে হাঁটছি
নিভতে বসা দিনের আলোয় তোমার অস্পষ্ট চেহারাটাকে খোঁজার এক ভীষণ জেদ নিয়ে,
হয়তো বা রং-তুলি নিয়ে একটা সাদা কাগজে তোমার প্রতিরূপ আঁকার পর
কাগজখানা ভাঁজ করে শার্টের পকেটে খুব যত্নে হৃদয়ের কাছে রাখার এক তীব্র ইচ্ছা নিয়ে!
হয়ত তোমার কোমল দু'খানা হাত শক্ত করে ধরে ভালোবাসি বলার প্রবল স্পর্দ্ধা নিয়ে;
হয়তো বা তোমার চোখের দিকে তাকিয়ে তোমার হৃদয়ের দুর্বোধ্য ভাষাকে বোঝার এক কঠোর অধ্যবসায় নিয়ে,
আবার হয়ত তোমার প্রতিদিনের পৃথিবীকে হাতড়িয়ে হাতড়িয়ে আপন করার একটা তীব্র বাসনা নিয়ে!
তোমার অস্পষ্টতাই যেন বারবার আমাকে বাধ্য করে তোমাকে খুঁজে-ফিরতে,
এই অস্পষ্টতা আর উন্মাদের মত আমার নিরুদ্দেশ পথে তোমাকে খোঁজার চেষ্টা
যেন অনন্তকাল ধরে তোমার-আমার এই মিলিত হওয়ার তীব্র ইচ্ছার পরম্পরাকে দীর্ঘায়িত করে!
প্রকৃতি তোমাকে যতটাই অস্পষ্ট করে
আমি যেন তোমাকে ততটাই খুঁজি,
আর চিরকাল এই তোমাকে খোঁজার চেষ্টাই তোমার প্রতি আমার সদা বাড়ন্ত ভালোবাসাকে যেন নিরুদ্দেশ করে!