যাবে, চলে যাবে, যাও
প্রেমের দ্বার খুলে দিয়েছি।
ভাঙানো ঘুমের নয়নে ছানির প্রবাস,
পাথরের বুকে শৈবালের আকাশ চাওয়া
শ্রাবণের আকাশে কালো মেঘের প্রতিবাদ,
বাতায়নে মনের আঙিনায় ঝরে পড়া
শুকনো শাল পাতার চিৎকার;
বেহালার সুরে রাত্রির আঁধার রচনা,
তবুও দুই মেরুর মাঝখানের শূন্যতা!
নীড়ের পাখির বিদায়ী প্রত্যাবর্তন......
তোমার হৃদয়টাকে একবার হলেও ছুয়েছি,
এখন তবুও তুমি
যাবে, চলে যাবে, যাও
প্রেমের দ্বার খুলে দিয়েছি।