রাত গভীর হয় আমার জীবনের মতো করে
তারপর হঠাৎ জেগে ওঠে দু-একটা তাঁরা
আবার দপ্ করে নিভে যায় আমার স্বপ্নের মতো করে!
তোমার শরীর আর হৃদয় ঘুটঘুটে আঁধারে একাকার হয়ে আসে,
আমি হাতড়িয়ে বেড়াই তোমার জেগে থাকা ছায়া
কিন্তু ভীষণ অন্ধকার আর তোমার ছায়া যেন একে অপরের সাথে বিলীন হয়ে যায়;
যদিও আমার দিনটুকু ফুরিয়ে গেছে তোমার ছায়াকে পৃথিবীর বুকে দৃশ্যমান করতে করতে!
কারণ তোমার ঐ ছায়ার ভেতর লুকিয়ে থাকা হৃদয়টাকে যে বড্ড ভালোবাসি,
তাইতো এই ভীষণ অন্ধকারকেও যেন আপন মনে হয়
মনে হয় যেন সাজানো বাগান- যেখানে তুমি কালো গোলাপের মতো করে অন্ধকারকে আরও অন্ধকার করছ!
তাই এই অন্ধকারকেও ভীষণ ভালবাসি,
কারণ এই অন্ধকারের মাঝেই তুমি আর তোমার হৃদয়ের বসবাস।