সবকিছু যেন ফুরিয়ে যায়
রাতের খাবার, প্রদীপের তেল, জোনাকির আলো,
এমনকি হুইস্কির বোতলের শেষ চুমুকটুকুও!
সবকিছু যেন হারিয়ে যায়
সোনালী সময়, প্রেমে ভরা হৃদয়, চোখের আলো,
এমনকি তিল তিল করে গড়ে ওঠা লক্ষ্যগুলোও!
কেমন একটা কপট জীবন বুক চিতিয়ে বেঁচে থাকে
একটা স্বার্থপর হৃদয় যেন রাজত্ব করে সংসারে;
মনে হয়, জিউস যেন ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে
আর শয়তান যেন দাপট দেখিয়ে লুট করছে আমার ক্লান্ত স্বপ্নগুলোকে!
আমার রক্তবিন্দুগুলো হয়তো বা কোন এককালে সাদা ধবধবে হয়ে যাবে
হাস্যজ্জ্বল মুখখানা হয়তো বা কোন এক দিন ফ্যাকাশে হয়ে যাবে
হয়ত তেজী এই দেহখানাও জীর্ণশীর্ণ হয়ে যাবে;
সে দিন হয়তো বা আমাকে ভালবাসবে আমার মত করে
সে দিন হয়ত আমার লাশটাও তোমার কাছে অনেক মাইনে রাখবে
সে দিন হয়ত আমার ক্লান্ত স্বপ্নগুলোকে তুমিই পূরণ করবে!
তাহলে আজ আর সে দিনের মধ্যে তফাৎ কতটুকু?