তারপর আকাশ ভেদ করে
চৌচির হব একান্তে,
যেখানে আলো আর কালো
মিশে একাকার হয় নিঃশব্দে!
যেখানে অপেক্ষা আর আরাধনা
মিলিত হয় এক অদ্ভুত অসীমে,
যেখানে পূর্ণতা আর অপূর্ণতা
বলে কিছু নেই,
আছে শুধুই প্রহেলিকা আর
ভ্রমে ভরা নিখিলের সুচতুর মঞ্চায়ন...