কেউ কি কখনও হৃদয়ের অন্তঃস্থল থেকে
বলতে পারে প্রেমের কথা,
কেউ কি মনটাকে উজাড় করে দিয়ে
ভাবতে পারে আগামীর জটিল আগমন!
তারপরেও ভাবতে হয়
মোহনায় নদী ও সাগরের প্রগাঢ় মিলনের কথা
এবং শত মেঘের ভিড়েও সুনীল আকাশের হাতছানি।
কবি কি কখনও ভুলে যেতে পারে
তার সৃষ্টিশীল কাব্যিক অনুভূতি,
নয়ন কি কখনও ধরে রাখতে পারে
ফোঁটা ফোঁটা জলবিন্দু
কাজল মুছে গড়িয়ে পড়ে জল-
আর ফুটে ওঠে দুঃখের স্থুলকথা।
তবুও ফোটে হাজারো ফুল
আবার ঝরে যায় চিরতরে,
দু'খানা ডানায় ভর করে উড়ে বেড়ায় পাখি
দৃষ্টিপাত করতে হয় তার ছুটে চলা শ্যামল দিগন্তে-
আর হৃদয়ে জেগে ওঠে অতৃপ্তির সাধানুভুতি।
মহাকালের পথ ধরে যাত্রা করা কি আদৌ সম্ভব
ঐ আকাশ কি কখনও ছোঁয়া যায়,
ছোট্ট ডিঙায় করে কি পাড়ি দেয়া যায় সুবিশাল সাগর!
সুউচ্চ সিংহাসনে বসে দেখা যায় কি প্রজার কষ্ট
খালি চোখে দেখা যায় কি ভালোবাসার মহরত!
জীর্ণ ক্যানভাসে শতাব্দীর স্বাক্ষর
উড়ন্ত আত্মার দুরন্ত সমাবেশ-
দূর-দূরান্ত পাড়ি দেবার প্রত্যয়,
জীবনের রাজপথে দৃপ্ত পদচিহ্ন
তারপরেও প্রেমের আগুনে দহিত হচ্ছে হৃদয়
আর ধীরে ধীরে পুড়ে যাচ্ছে হৃদ-সংসার।