তবে এলেই বা কেন? যদি চলে যাবে-
যদি দিনটুকু হরণ করতে আসলে
তাহলে আমার রাতের জোছনা কি পরিত্যক্ত কারাগার?
যদি নিজের জন্যই এলে
তবে নিজের মাঝে আমাকে জড়ালে কেন?
আমি কি সাম্পানের ছেঁড়া পাল যাতে তুমি
দক্ষিণা হাওয়া হয়ে দোলা দিয়ে গেলে,
আমি কি ধবল বালুচর যাতে তুমি
ঢেউ হয়ে আছড়ে পড়লে;
আমি কি অখ্যাত কোন কবির কাব্য যা তুমি
না দেখার ভান করে থাকলে-
আমি কি বোশেখের রৌদ্র যা তুমি
গায়ে মেখে অভিশাপ দিলে,
আমি কি সেই বামন যার চাঁদ ছুঁতে মানা।
তোমার পরশটুকু যদি আমার জন্য না হয়
তাহলে আমার হিমেল দৃষ্টিপাত কি রক্তাত্ত!
তোমার দেয়াটুকু যদি কষ্ট হয়
আমার চাওয়াটুকু কি স্বপ্ন!
তোমার রূপের নীলিমা যদি অধরা হয়
তাহলে আমার অভিলাষ কি তৃপ্তিহীন!
হে ক্ষণিকা, তোমার ক্ষণিকের আগমন যদি
হৃদয়ে আলো জ্বালাবার জন্য হলো-
তোমার প্রস্থান কি তাহলে আমাকে লক্ষ্য করে?