নিজের বলে যারে আপন করতে চাই
সে ঠেলে দূরে, বহু ক্রোশ দূরে,
পরিচয় নিপাত যায় রক্তে,
হৃদয়-ক্ষরিত রক্তে,
কেমনে যেন ধুলোয় উড়ে যায় ভ্রাতৃত্ব!
কালো ছায়া পিশাচ হয়ে
রক্ত খোঁজে নিরাশ হৃদয়ের;
দিন শেষে কেবলি থাকে
অহমিকার মিথ্যে প্রলয়,
যার দমকায় উড়ে যায়
গোত্রের বাঁধন আর ঠুনকো পরিচয়....