নিরুদ্দেশ যাত্রা
দুর্বিষহ পথে--অস্ফুট কোন ফুলের সন্ধানে
প্রতিটি পদক্ষেপ যেন স্বপ্ন!
মনে হয় ঘাম ঝেরে আলিঙ্গন করছি তোমায়।
বুকের কোঠরে থাকে না জল
কী রোদ্দুর! ক্ষীণ মাত্র কমে না উত্তাপ;
কালো মেঘের রাতে ওঠে না চাঁদ
পেঁচার লাস্যময় চিৎকারে জীর্ণ হয় সাহস
ভীরু ভীরু প্রতিটি পলক যেন স্বপ্ন,
সকল পাশবিকতা ভাবনায় মুছে যায়--
রিক্ত হস্তে বিশ্বকে বলিঃ দাও--দাও;
কলহাস্য ধ্বনিতে দু'দানা শস্যের বদলে
দেয় দু'ফোঁটা অভাবের জল!
ক্লান্ত বদন তখন মলিন হয়ে যায়
আবার ছুটে চলে পাতায় পাতায়--কালিতে কালিতে!
ছুটতে ছুটতে এঁটে যায় জীবনের সুনীল তরী,
ধূসর পালের বুকে লাগে স্বপ্নের দোলা
ফুটন্ত অপ্সরা আঁকে ইন্দ্রের বালি-বাঁধ,
তার চরণ ছুঁয়ে যায় প্রেম
তবু বোঝে না প্রেমের ভাষা,
তার কাছে চাই দু'মুঠো প্রেম
সে মুখখানি তুলে দেয় বেদনার বর্ণ
দু'পেয়ালা কষ্ট!
তারপর কথোপকথন চলে গ্রহের সাথে নক্ষত্রের সাথে
আর অব্যাহত থাকে নিরুদ্দেশ যাত্রা।