বিচার হবে আজকে
জানেন কার? আমার! আমার অতীতের, আমার বর্তমানের;
কে বিচার করবে জানেন? আমারই ভবিষ্যত।
মলাটের ভেতর ঘুমিয়ে থাকা বইয়ের পাতাগুলো উইপোকারা ছিন্নভিন্ন করার পর
বইয়ের সাদামাটা জীবনের কালো স্বপ্নগুলো যেমন ভাঙ্গা গ্লাসের মত টুকরো টুকরো হয়ে যায়;
তেমনি এক দুঃসময়ের মুখোমুখি আমার অবচেতন মন।
সদ্য ভূমিষ্ট শিশুর নিষ্পাপ পৃথিবী যখন প্রশ্ন করে আমার কৃতকর্ম নিয়ে,
আরও প্রশ্ন করে আমার অবচেতন মনের না ভাঙা ঘুমের পরম্পরা নিয়ে!
তখন চোখ খুলে ঘুমানোর দায় যে এড়ানো যায় না।
যত প্রশ্নই হোক না কেন আমার মনকে নিয়ে,
উত্তর যে একটাই: আমি অভিযুক্ত, আমি পাপী, আমাকে করছি দায়ী আমি নিজেই!
জানি না আজ কেমন করে ভাঙল ঘুম আমার অবচেতন মনের,
জানতেও চাই না; শুধু এতটুকুই জানি:
যার যতটা অভিযোগ আমার বিরুদ্ধে তার সামনে ততটাই নতজানু আমি আজ,
যতটা ছিল পাপ ততটাই হতে চাই নিষ্পাপ।