শিশিরের শব্দের মতন
আমি চড়ে বেড়াই তোমার হৃদরাজ্যে,
অন্ধকার বলে ওঠে--বুকের গহীন থেকে
এবার গেয়ে ওঠো জীবনের অন্তরা!
যে জীবনে কোন অন্তঃস্থ নেই
নেই যেথা পদাবলী,
যেখানে শুধু দুঃখের অনুবিদ্ধ চিৎকার
তবে কেন আজ সেথায় বেজে ওঠার অনুনয়!


কনকের শোভার মতন
আমি ছুঁয়ে দেখি তোমার গাত্র,
অন্ধকার বলে ওঠে--হৃদয়ের কপাট খুলে
এবার সাঙ্গ কর জীবনের অন্তরা!
যে হৃদয়ে মুছে গেছে প্রেমের গন্ধ
নেই যেথা স্বপ্নের মুক্তি,
সেখানে শুধু অতৃপ্তির অনুতাপ
তবে কেন আজ সেথায় বেজে ওঠার অনুনয়!