তুমি শিহরিত স্পন্দন
নাকি তৃপ্তির ক্রন্দন,
তুমি ছুঁয়ে যাও
হৃদয় আমার
জীবনের অপার জানালা;
মুগ্ধ চিত্ত মম
জ্ঞান সমুদ্রে সম!
---উত্থিত---
অপরাজেয় বাংলা।


(ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাস্কর্য অপরাজেয় বাংলাকে নিয়ে কবিতাখানা লেখা হয়েছে। যুগ যুগ বেঁচে থাকুক আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আর অপরাজেয় বাংলা।)