হে আবছা চান্দ্র বসনা
তবে বৃষ্টি ঝরাও জোছনার----কেন?
তোমার পায়ের ধূলিতে
তবে ঝর্ণার জলের শীতলতা--ভ্রপবনা!
তোমার জন্য একটা গোলাপে
তবে অধর ছোঁয়ার ব্যক্ততা--সুবদনা!
তোমার কণ্ঠের ঐ কুহুতানে
তবে জিঘাংসার অনল--সুকন্ঠী!
হে পূরবী, আঁখির কাজলছায়ায়
তবে নয়নে আঁক রংধনু পট---সুনয়না!
তোমার দিবসের দ্বারে
তবে সাঁঝের গোধূলি--স্বপ্নরাত্রি!
তোমার জন্য একটা হৃদয়ে
তবে হৃদয় ছোঁয়ার ব্যাকুলতা--হৃদিতা!
তোমার জীবনের ঐ শীতল স্রোতে
তবে জ্বলে পুড়ছি চিরকাল--কেন?