ঘুমন্ত কুসুমিতা পৃথিবীর বুকে আজ
আমি এক জাগ্রত জীবন—
পাশবিকতা আমার ধর্ম!
চাঁদের আকাশে জোৎস্নার স্রোতে
ভেসে যাওয়া শুকতারা—দৃষ্টির সীমানায়;
আজ হঠাৎ পবনে রক্তাক্ত নিখিল,
দিগন্ত গোধূলি সুদূরের মেরুরেখা—
আমি নির্বাক ক্যানভাসে আকুতির প্রতিধ্বনি!
পৃথিবীর আহ্বানে তবুও শীতল অভিপ্রায়,
বিবেক নিশ্চুপ—জাগ্রত হদয়—তীব্র শব্দে
ভেজা আমার নিখিল;
পাশবিকতা আর এক পশুর রিক্ততা!
আমি চলছি তো চলবই
কখনো তোমার পথে
কখনো বা অজানা রথে—
পশু তো— পাশবিকতায় ধর্ম!