যে আগুন জ্বলবার জন্য
তাতে মিছে জল ঢালা কেন!
উত্তাপে অশান্ত দামাল হৃদয়ে কঠোরের দীপশিখা
তবে কি ভুলে গেছ স্মৃতির মণিকোঠা?
বুকে যদি আলোড়িত হয় সংঘাতের অন্তরা
তবে মিছে কণ্ঠ রোধ কেন!
ব্যকুল অধরে দৃপ্ত স্বাধীন কামনা
তবে কি ভুলে গেছ সময়ের বঞ্চনা?
গদ্য যদি ছন্দ তাড়াবার জন্য হল
তবে গদ্যের চিৎকারে হাহুতাশ কেন!
ক্ষুধিত শব্দ ভারে নুয়ে পড়া জীবনের আল্পনা
তবে কি ভুলে গেছ স্বপ্ন ভাঙার যন্ত্রণা?