হেসে ওঠে শ্যামল দিগন্ত
আঁধারের সুনির্মল আভা,
রাখাল গরু নিয়ে ফেরে গাঁয়ে
খালের বুকে আকাশের নীল মুখখানি
পাখিরা ফিরছে নীড়ে,
মিষ্টি বাতাস দোলা দেয় সবুজ ধানক্ষেতে
দৃষ্টি যায় দূর থেকে আরও দূরে
ঐ কুয়াশার দেয়ালের ধারে;
পানের বরজ নীরবতা পালন করে
গাড়িয়াল গায় ভাঙ্গা কণ্ঠে গান
বালিকা বধূ উঠোন থেকে ফেরে ঘরে--
অপেক্ষারত জোনাকি দেয় শেষের বারতা,
আবছা চাঁদ ডাকে মেঘের আড়াল থেকে
হঠাৎ দুরন্ত বাতাস নীরব হয়ে যায়
আর জীবন ফিরে চলে আপন ঠিকানায়।