মহাকালের দহিত দুরাত্মা আমি
জীবনটাকে আজও খুঁজছি আমার দিব্যজ্ঞানে।
প্রলয়ের ডাকে উড়ে যায় আমার পায়ের ধূলি
বুকেতে আমার দুঃসহ তৃষ্ণা,
ক্যানভাস ভিজিয়ে ঢেকে দেই বুক
জ্বলন্ত নক্ষত্রের রাতে আমার নিরুদ্দেশ যাত্রা
প্রতিক্ষণেই আমার নিঃশেষ তিলাঞ্জলি।
আমার কষ্টের গান পথের বুকে পড়ে থাকে
আগুনের দাহে ঝলসিত পায়ে পিষ্ট হয় সময়,
খোলা আকাশে ভেসে আসে বজ্রের বৃষ্টিপাত
ক্লান্ত রিক্ত জীবনে ক্ষণিকের বৃষ্টি বিলাস,
এই ঘুটঘুটে আঁধার রাতের নির্ঘুম পরিব্রাজক আমি;
আমি ছুঁয়ে দেখেছি পথের দূরত্ব---
সজল জোনাকীর আলোয় ঝিঁ ঝিঁ পোকার শব্দেও
আমারই সন্ন্যাস ব্রতে পদদলিত এই রাত্রি
তবুও হৃদয়ে আমার তৃপ্তির বিভাসা
বুকেতে আমার জাগ্রত বীরেশ্বর!
আমি আজও নিশ্চুপ সারথি
দুচোখে আমার তীর্থের বিভ্রম।