এতদিন আমার সময়ের সঙ্গী হয়েছে পৃথিবী
আমাকে জয়ী করেছে
কখনও জীবনের যুদ্ধে কখনও'বা নিজের বিরুদ্ধে;
কিন্তু আজ যে দিনটি আমার নয়
এখন কিছুটা পরাস্ত আমি, খানিকটা ক্লান্তও
আর প্রচণ্ড ব্যথা হৃদয়ে আমার,
আজ তোমার এই দিনটার নির্জন সাক্ষী আমি
যে পৃথিবী আজ তোমার পিঠ চাপড়িয়ে দিচ্ছে
সে পৃথিবীর নিষ্ঠুরতা যে কত কঠিন, কতটা যাতনার
তা যেন আমার মত করে তোমায় বুকে টেনে না নেয়।
তবে এটা ঠিক যে আমার ভুলগুলোই আমাকে পাপী বানিয়েছে
আর আমায় বনবাসে পাঠিয়েছে রামের মতো করে
একটা শুদ্ধ মানুষ হিসেবে পাবার আশায়!
এখনও সবকিছু শেষ হয়নি
আমার আঁধারের অনেকটা জুড়ে অনেকটা আলো জ্বলার চেষ্টায় ভীষণ ব্যস্ত
সুতরাং তোমার পৃথিবীটাকে আমাদের পৃথিবীতে পরিণত করতে
প্রকৃতির ষড়যন্ত্রের আশায় বুক বেঁধে চলছি একাকী
কখনও কড়া রোদে নিজেকে পোড়াচ্ছি
কখনও'বা ভীষণ বৃষ্টিতে নিজেকে ভেজাচ্ছি
তবুও জেগে থেকে আলসে স্বপ্নগুলোকে জাগিয়ে রাখছি
আর আলোর চিলতে প্রদীপটাকে হাতে নিয়ে
ঠায় দাঁড়িয়ে আছি আগামীর অপেক্ষায়;
নিজের বর্তমানটা যে পুড়ছে কয়লার মতো করে
তা নিয়তির মতো মেনে নিয়েছি
কারণ অতীতের ভুলগুলো হাতড়িয়ে হাতড়িয়ে আবার নিষ্পাপ হব
হতে যে হবেই..
তারপর ফিরব তোমার পৃথিবীতে সূর্যের মতো করে
তৈরি থেকো আমার পুনর্জন্মটাকে উদযাপনের জন্য।