ডানায় ভর করে স্বাধীনভাবে ওড়া পাখি খুব পছন্দ তোমার
আর আমার খোলা নীল আকাশ,
একমুঠো বেলি ফুল নিয়ে খুশিতে আত্মহারা হতে খুব ভালবাস তুমি
আর আমি বেলি ফুলের গন্ধে মিশে একাকার হওয়া তোমার মিষ্টি হাসি,
কাঁধব্যাগে ছোট্ট ছাতাটা রেখে নির্ভাবনায় চলা তোমার দিনকার রুটিন
আর প্রখর রোদে তোমার ছাতাটা নিয়ে টানাটানি করে বকুনি খাওয়ার পর
দু’জন আঁটসাঁট হয়ে ছাতার ভিতর লুকিয়ে থাকাটা যে আমার,
ক্যান্টিনে বসে রাজকন্যার মত আমাকে দ্রুত ফুচকা আনার অর্ডার করাটা তোমার কাজ
কিন্তু ফুচকার প্লেট থেকে তোমার আলতো হাত দিয়ে জোর করে
আমাকে খাওয়ানোর ভীষণ জেদটা নিয়মিত উপভোগ করাটা যেন আমার;
মন খারাপ হলে তড়িঘড়ি করে আমার সাথে দেখা করার ব্যকুলতা তোমার নিয়তি
আর দেরি করে তোমার সামনে হাজির হওয়ায় ভীষণ বকুনি শোনার পরও
তোমার চোখের দিকে তাকিয়ে নির্বাক কথোপকথন এবং ফোঁটা ফোঁটা অশ্রুজল ফেলার পর
আমাকে জড়িয়ে ধরে তোমার দুঃখ ভোলার চেষ্টা যেন আমার নিয়তি!
হয়ত পাখি আর নীল আকাশ আমাদেরই ভালোবাসার পরিপূর্ণতা
হয়ত বেলি ফুল আর তোমার মিষ্টি হাসি আমাদেরই ভালোবাসার বহিঃপ্রকাশ
হয়ত ছোট্ট ছাতা আর প্রখর রোদ আমাদেরই ভালোবাসার প্রতিদিনের অভ্যাস
হয়ত ফুচকার প্লেট আর তোমার আলতো হাতের ছোঁয়া আমাদেরই ভালোবাসার প্রবলতা
হয়ত মন খারাপ আর নির্বাক কথোপকথন আমাদেরই ভালোবাসার বেঁচে থাকার নিয়তি;
এই পৃথিবী, এই প্রকৃতি, এই জীবন, এই সংসার যদি তুমি-আমি ছাড়া অপূর্ণ হয়
তবে আজ অনেক দূরে থেকেও তোমাকে ততটাই ভালোবাসি প্রিয়তমা।