১॥
বাঙালি, ও বাঙালি আজও
তোর হচ্ছে না কেন হুঁশ,
মেঘে মেঘে যাচ্ছে বেলা
জেগে ওঠ্, তুই না মানুষ!
২॥
বহুরূপী ভয়ঙ্কর করোনা
সারাবিশ্বে দিয়েছে হানা,
বাঁচতে হলে ঘরে থাক্
বাইরে তোর যেতে মানা!
৩॥
শোন্ বাঙালি ভাই-বোনেরা
সবেমিলে ঘরে থাক্ তোরা
বিশ্ব কাঁপাচ্ছে নয়া ভাইরাস,
এটা কিন্তু বড়ই সিরিয়াস!
৪॥
এর মধ্যেও করিস চুরি
চাল ডাল তেল-
জানোয়ার তুই, তোর
মাথায় ভাঙবো বেল!
৫॥
বাঙালি তুই ‘মানুষ’
হবি কবে,
ভাই-বেরাদর গুষ্টিশুদ্ধ
মরলে তবে?
##
১৭ এপ্রিল, ২০২০
জনকণ্ঠ ভবন