শুধু কি নিত্য ভাব বিনিময় ?
না, ঠিক তাও নয়-
রেগে গেলে
ক্ষুব্ধ হলে তিক্ততা,
এমনকি
সাধারণ জীবনাচরণে
জরুরি শব্দমালায় সুখ-দু:খের
নির্ভুল গাঁথুনি তৈয়ার
এবং
স্বার্থের হানি ছাড়াও
বিশেষ প্রয়োজনে ভালো-মন্দ
অর্থবহ খিস্তি আওড়ানো
কিংবা
নব্য প্রেম-ভালোবাসা বিগলিত
যুগল জীবনে উগড়ানো
নানান হাস্য-রসাত্মক উক্তি..
সবই ভাষা !
#
ঢাকা- ২১.০২.২০২১
শব্দ- ৪৭