একদা বৃষ্টিরা এতটাই মায়াবি ছিল যে খোলা আকাশের
নিচে উদোম মাঠে কাবাডি খেলা, জাম্বুরার ফুটবলে
নগ্নপায়া ডানপিটে কিশোর-গুচ্ছের কাদাপানিতে দাপাদাপি,
পিচ্ছিল মাটিতে হুল্লোড়,আরও কত কী আনন্দ-
আহ্ তা কী আর বলে বোঝাবার...!


শৈশব-কৈশোরের হারানো দিনগুলোতে বৃষ্টির সামান্য বার্তা
আচানক দেহ-মনে জাগিয়ে তুলতো ভাললাগার
অদ্ভূত শিহরণ,প্রণয়দোলা চনমনে হৃদয়ে এনে দিতো
অনাবিল সুখ। সেইসব মধুর দিনক্ষণ
আজ আর নেই ,বৃষ্টিরাও করছে বিশ্বাসঘাতকতা!


অনেকের মতো আমারও সাধ হয়,আবার যদি ফিরে পেতাম
শৈশব-কৈশোরের দুরন্তপনা, ফিরে পেতাম বরষার ঝিরঝিরে
সিক্ত হাওয়ার হাল্কা পরশ,শান্ত-শুশীল রিমঝিম বৃষ্টিতে
ভিজবার পরম-প্রেমময়-আনন্দঘন মুহূর্তগুলো!
আহ্ কী যে ভাল লাগতো...!


আজকাল বৃষ্টি মানেই আকাশের হৃদকাঁপা দ্রিম-দ্রাম গর্জন,
মারণঘাতি বজ্রের অশনি সংকেত,মাঠে নির্মল আনন্দে
মেতে ওঠা কিশোরী-যুবা,কিংবা জলায় মাছধরা
কৃষকের প্রাণহরা হুঙ্কার...! তাই বলতেই হয়,
বৃষ্টিরা এখন আর মায়াবি হয় না!৥
                          
ঢাকা-১৮০৬০৬