আমিও চলে যাব একদিন ঠিক
তোমাদের মতো করে
তোমাদেরই কাছে, রবো তারার
দেশে নক্ষত্র হয়ে-


এই ভুবন এই জীবন শুধুই মায়া,
কী আছে দাম তার
যদি না থাকে পাশে নি:স্বার্থ
ছায়ার মতো কায়া!


সব ছেড়েছুঁড়ে চলে যাব যখন-
বন্ধু-স্বজন করবে স্মরণ
কী ছিলাম কী দিলাম
হবে তার অনুপুঙ্খ মূল্যায়ন!


হয়তো কখনও-
কোনও অবসরে বিষন্ন মন
জীবনের ভাল-মন্দ
নিয়ে ভাববে কেউ আমরণ!


নক্ষত্র আমি তখন-
তারার দেশে দেখব বসে
হেসে হেসে  
করব তাকে স্মরণ! #


২৯ ফেব্রুয়ারি ২০২০