হতাশা//
এবার একুশের কাকডাকা ভোরে                
বাংলার রাজপথে দেখিনি
নাঙ্গা পায়ে ধীর লয়ে চলা
কোনো প্রভাতফেরি,
শুনি নাই করুণ সুরে সমবেত কণ্ঠে                
গাওয়া সেই অমর গানখানি-
'আমি কী ভুলিতে পারি..!'


বিকেল পাঁচটায় ভাবি-
একুশের মহান দিনটিতো  
চলেই গেল প্রায়,
কিন্তু আমার চারপাশ
ফ্যাকাশে লাগছে
কেন, হায়..!
#
৮ই ফাল্গুন, ১৪২৯
২১শে ফেব্রুয়ারি, ২০২৩
##
ব্যর্থতা//
(কবি বাবুল আনোয়ারকে)
  -শমশের সৈয়দ #
আমি তো মেলায় আসতে
পারি না বাবুল,
শুধু অফিসকেই আগে
বলতে হয় 'কবুল' !
#
৮ই ফাল্গুন, ১৪২৯
২১শে ফেব্রুয়ারি, ২০২৩)
ক্ষোভ//
   -শমশের সৈয়দ #
আটই ফাল্গুন-
বছর ঘুরে আবার এলে
হৃদয়ে জ্বালে
প্রতিবাদের আগুন !
##
স্লোগান-১
অমর একুশে -
জাতির রন্ধ্রে রন্ধ্রে
আছে মিশে..!
    -শমশের সৈয়দ #
স্লোগান-২//
বই কিনুন, বই পড়ুন-
ক্ষতি নেই, লাভ
দারুন..!
    -শমশের সৈয়দ
##############