যা খুব সহজেই হতে পারতো-
এবং হওয়া উচিতও ছিল
গেল শতকের বাহাত্তরে,
অনেক পানি ঘেঁটে অবশেষে তা
হল এই শতাব্দীর বাইশে এসে
দেশ যখন পঞ্চাশ বছরে!


জাতি যখন চেতনায় দুই ভাগ
আমরা তখন হই সজাগ
জয় বাংলা শুনলে হতভাগারা
কয় দূরে যা, ভাগ ভাগ !


তাই মুক্তিযুদ্ধের স্লোগান 'জয় বাংলা'
আজ সরকারের প্রজ্ঞাপনে..
প্রজন্ম সেই ইতিহাস কতটা জানে?
আফসোস হয় এখনও 'জয় বাংলায়'  
রাজাকার আর পাকিপন্থীদের
গা চুলকায়..!


এখন "চাপ সামলাও, লেও ঠ্যালা,
দ্যাখো আরোপিত জিনিস, মন
থিক্কা মানে কয় শালা..?"


সত্যি এই দ্যাশে আওয়ামী লীগ
বড়ই 'বুদ্ধিমানদের' দল,
ঘোলা করে তবেই খায় জল !
#
ঢাকা- ০৩.০৩.২০২২