৭ নভেম্বর:
ইতিহাসে এক ঘটনাবহুল দিন
একটি দিনের তিনটি নাম
শুনেছেন কেউ
হয়েছে কি কোনোদিন..?


দিনটিকে কেউ বলে
"জাতীয় বিপ্লব ও সংহতি দিবস,
কেউ বলে
মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস,
আবার কেউ বলে
সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস!"


বঙ্গবন্ধু নেই, নেই জাতীয় চার নেতা
মসনদ দখলে চলছিল অবৈধ
লড়াই আর স্বেচ্ছাচারিতা..!


এই সুযোগে এসে এক মোহনায় মিলিত
হয় একাত্তরের সমস্ত যু্দ্ধাপরাধী
আর পঁচাত্তরের ঘাতক শক্তি..!


যে নামেই ডাকা হোক
দিনটি আসলে মুক্তিযুদ্ধ চেতনার
সম্পূর্ণ পরিপন্থী বিশ্বাসঘাতক                  
রাজাকার বেঈমান আর খুনিদের
'ঐক্যের প্রতীক'!


এই দিনেই রাজনৈতিক মৃত্যু ঘটেছিল
মহান মুক্তিযুদ্ধের মৌলিক চেতনার!
#
৭ নভেম্বর, ২০২৩