দিনশেষে তারাই ভাগ্যবান  
বিবেচিত হয়
যারা সততার ধার না ধেরে
দুর্নীতিকেই নীতি বলে
মেনে নেয়।


দুর্নীতিরও রকমফের থাকে-
ধর্মকে বর্ম মেনে
স্থান কাল ভেদে তেলবাজ ফাঁকিবাজ
ধান্দাবাজরাই জয়ী হয়
সাধু-সুবোধরা বাকি জীবনটা
শুধু পস্তায়।


যৌবনে কাজ আর প্রেম-
একটি অন্যটিকে জটিল করে তোলে
একটাতে হাত দিলে টেনে ধরে আরেকটা
কোনোটাই সম্পূর্ণ করতে পারিনি
বেলাশেষে দেখি দুটোই গেছে...।


নিজেকে ব্যর্থই মনে হয় ! #


ঢাকা-০৫ মে ২০২০
জনকণ্ঠ