এক জীবনে ভাল-মন্দ
যা কিছু ঘটে
সবকিছু বটে
জেনো তোমারই কর্মফল,
ভেবো নাকো কভু
ভালোর জন্য
তুমিই অনন্য
মন্দটা করে সব অন্যদল !


জেনে রাখা উচিত জীবনে কর্মক্ষেত্র
স্থান এক মহাপবিত্র
এখানে কাজটাই হলো মুখ্য,
গৌণ সব ষড়যন্ত্র।
কাজের চেয়ে অকাজ অতি বড় পাপ
ছাড়ে না সে শেষে ডাকলেও বাপ !


তোমার ভুলের জন্য তুমিই দোষী
এতে অন্যে তো হবেই খুশী
পারলে সে তোমায় করবে পাকড়াও,
তাই নিজে আগে শুধরে
বিশুদ্ধ অন্তরে
অন্যকে শুধরাও..!
#
ঢাকা-১৫.৬.২০২১