তুমি সর্বব্যাপী গুণবতী নারী-
কিন্তু কোথায় তোমার বাড়ি
কোথায় তোমার ঘর
কে তোমার আপন কে পর!


নারী, আদতে তুমি জানো কি
কে তুমি? কী তোমার কাজ
ভেবে দ্যাখো আজ
কোনটা আসল, চাকরি?
নাকি ঘর-সংসারি!


তুমি রোজ অফিস সামলাও              
সঙ্গে ঘর ও বর
তবু পাশে নেই কেউ আপন                    
সবাই যেন পর পর!
অথচ সঙ্গী এক কর্মী-পুরুষ
অলস বসে ঘরে
নারী কিন্তু সেই খেটেই মরে!


তোমাকে এই ঘেরাটোপ থেকে
বের হতেই হবে নারী
বলতে হবে আরও শক্তভাবে
'আমি পারব আমি পারি!'


নারী ও পুরুষ আজ চলেছে পরস্পর
তবে জগত কেন হবে এতো স্বার্থপর!
নারী যদি চাও বৈশ্বিক ন্যায় বিচার
বৈষম্য রোধে হও আরও সোচ্চার..!
#
০৮ মার্চ ২০২৩
বিশ্ব নারী দিবস