ওরে বাঙাল-
পহেলা বৈশাখ এলে ছাড়িসনে হাল
ওরা সুযোগ পেলে খাবে গিলে
করবে তোকে ফের কাঙাল!


ওরা নির্ঘুম, জাতে কালসাপ
ঘাপটি মেরে বসে আছে
আস্তিনে চুপচাপ!


ওরা সময় মতো তুলবে ফণা
মারবে ছোবল দেবে হানা
চিরতরে চুকে যাবে                          
তোর বাঙালিয়ানা!


বাঙালির উৎসব এই একখানা
এখানেও দিতে চায় হানা
রুখতে চায় মঙ্গল শোভাযাত্রা
দুঃসাহসের কী মাত্রা!


ধর্মের ধুয়া তুলে আদালতে রিট
প্রিন্ট মিডিয়ায় হস্তক্ষেপ-চেষ্টা
আরও কতো কি, শিট!


আসলে ওরা পরখ করছে হালচাল-  
বাঙালি সদা সতর্ক না থাকলে
একদিন ঠিক হতেই হবে
ঐতিহ্যহারা কাঙাল..!
#
পয়লা বৈশাখ, ১৪৩০
১৪ এপ্রিল,‍ ২০২৩