ষাট বছরের তরুণ আমি
হয়নি আজও বৃদ্ধ,
দিনে দিনে হচ্ছি বরং
অনেক বেশি ঋদ্ধ।


ভাল-মন্দ মানুষ দেখছি
দেখছি হাজার দ্বন্দ্ব,
যৎকিঞ্চিৎ স্বার্থেও যে
স্বজন হয় অন্ধ !