ঘরে থাকি বটে, এই ঘর 'সেই ঘর' নয়
একদিন এই ঘর ছেড়ে সেই ঘরে
সবাইকে চলে যেতে হয়..!


সবকিছু জেনেবুঝেও কী গভীর কল্পনা      
আশায় বুক বাঁধা,স্বপ্নজাল বোনা
বেঁচে থাকার কতো না সাধ হয়
জীবন সে যে বড়ই আনন্দময় !


তাই সুখের লাগি ঘর বানাই, সাজাই
নিত্য বেসামাল চলিফিরি খাইদাই
মাস্তি করে যাপিত জীবন কাটাই
পাপ-পুণ্যে কোনো বিচার নাই
অনেক পেয়েও তৃপ্তি না পাই
শুধু চাই, আরও চাই..!


প্রাসাদ কিংবা কুঁড়ে ঘর
ভুলে যাই সব আপনপর
আনন্দ সুখে জীবন চলে বটে
ভাবি না 'সেই দিন' কী আছে ঘটে..!


একই ঘরে একসাথে করি বসবাস
কাছাকাছি, তবু থাকেই হা-হুতাশ
দুখে কাঁদি, সুখে হাসি
দু'জনাতে মিলি-মিশি  
মিটেও যেন মেটে না তিয়াস
নিজেই গড়ি সেই দিনের ইতিহাস...।


ক্রমে দুই থেকে চার, চার থেকে ছয়
বড়ো জোর বেড়ে বেড়ে হই আট
একদিন যমদূত এসে বলে হঠাৎ
তোর ঘর এতো বড় নয়-
মাত্র 'সাড়ে তিন হাত'
বন্ধ সব ঘর-কপাট!


কখন যে সময় ফুরিয়ে হয়েছে শেষ
করি নাই মোটে হিসেব নিকেশ
আর ক'দিন সময় চেয়ে কাতর কন্ঠে
করি জোড় হাত
দূত বলে "একদম না, এক্ষুনি যেতে
হবে আমার সাথ।"


এক লহমায় চোখ ঝাপসা, অন্ধ
খাওয়া নেই, কথা নেই, মুখ বন্ধ
নেই কোনও বিকল্প উপায়
অবশেষে চলে যেতেই হয় !


দুদিনের দুনিয়া বড়ই মায়াময়
সময় ফুরালে করি হায় হায়..!
#
১১.১১.২০২২