বিজয় মানে উৎসব
বিজয় মানে বাঁধভাঙ্গা আনন্দ !
কিন্তু -
এ বিজয় শুধু উৎসব আনন্দেরই নয়,
এ বিজয়ে লুকিয়ে আছে অসীম বেদনা নিশ্চয়।
একাত্তরের নয় মাসে
তিরিশ লাখ স্বজন হারিয়ে শেষে
এসেছে বিজয় অবশেষে
এই বাংলাদেশে !
বাস্তবে-
শুধু নয়মাস নয়, এর ইতিহাস শুরু বায়ান্নে
সেই থেকে সমস্ত রক্তাক্ত আন্দোলনে
শহীদ হয়েছে অগণিত বীর বাঙালি সন্তানে
তাঁদেরও রাখতে হবে স্মরণে
আজকের দিনে !
কারণ-
বিজয়ের এই দিনে নীরবে কেঁদে কেঁদে বুক ভাসায়
স্বামীহারা অসংখ্য বোন, আর সন্তানহারা সব মা’য়..! #


ঢাকা-১৬.১২.২০২০
মহান বিজয় দিবস