তোমার ছ'ফুটি ছিমছাম দেহখানি সেদিন সহসা
বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে নিথর পড়েছিল
বত্রিশে সিঁড়ির ছ'ইঞ্চি ধাপে,
অথচ বছর ঘুরে আগস্ট ফিরে এলেই তোমার  
নিথর প্রাণহীন সেই ছবিটা দেখে এখনও রক্তলোলুপ
হায়েনা ঘাতক হার্মাদগোষ্ঠীর বুক কাঁপে!
তোমার উদ্ধত তর্জনী,
আজও ওদের বুকে জাগায় থরথর কাঁপুনি!
আসলে--
তুমি যে ছিলে নির্ভয়
তুমি দুর্জয়
তুমি অজেয় অক্ষয়
তুমি ঘাতকের কাছে এক বিষ্ময়
তুমি হায়েনার চিরকালীন ভয়!
তুমি-নামে ওদের থাকে না কোনো হুঁশ,
তুমি বাংলার সিংহ-পুরুষ!
তুমি জীবনে-মরণে সতেজ সজীব
তুমিই বিশ্বে অদ্বিতীয় শেখ মুজিব..!!
#
ঢাকা- ১৪ আগস্ট, ২০২১