আমি তোমার কাছে বার বার ফিরে আসি!
শুধু অবহেলার জন্য,
হেরে যাওয়ার জন্য,
ব্যর্থতার লয়ে আমি অনেক বার জয়ি হয়েছি।
তুমি হয়তো বুঝতে পারনি।


আমার কবিতার একটি পংক্তির জন্য,
কতটুকু বিষাদের অহংকার প্রয়োজন,
কতটুকু হীনমন্যতা ঝাপটে ধরতে হয়,
তাও তুমি জানো না।
কখনো বুঝতেও পারনি।


নিজেকে পাল যুগ থেকে সমকালে নিয়ে এসেছি,
পাথর অগ্নি থেকে অদৃশ্য তরঙ্গ।
সভ্যতার নির্মম পরিহাসিত পরিবর্তন।
কিন্তু তোমার অবহেলার পদচিহ্ন মলিন হয়নি,
বরং গাঢ় থেকে আরো গাঢ় হয়েছে।
এবং অবহেলার সাথে ঘৃণ্য ঘৃণা যুক্ত হয়েছে তোমার দৃষ্টিতে।


তোমার সেই বিষাক্ত উনুনের নেশায়, আমি ভীষণ নেশাগ্রস্থ।
তোমার এই নিদারুণ কৃপায় আমার বার বার মৃত্যু হয়েছে।
বার বার বিলীন হয়েছি।


একদিন কোন এক গোধুলী সন্ধ্যায়, আমার সাথে মৃত্যু হবে এই সমাজ সংস্কৃতি ও প্রকৃতির।


আমি আবার ফিরে আসবো,
এই প্রকৃতিকে সাথে নিয়ে।
তবে কোন-ই প্রশ্ন থাকবে না, থাকবে না কোন অনুযোগ।


ধ্বংসের প্রতীক্ষায়!!
ভেসে বেড়াবে শুধুই প্রেম, প্রেম আর প্রেম।