কোথায় গেল জনকণ্ঠ?
                 প্রথম আলো কই?
ভোরের কাগজ? ইত্তেফাক?
                 যুগান্তরটা ওই!


একটি কাগজ পড়ার মতো
        পাঠক আমি নই!
সকালবেলা সব কাগজে
             চোখ বুলানো বিনা
আসল খবর জানতে ধকল
              পোহাতে হয় কিনা,
তাই দেখে নি এক খবরের
                হরেক ধিনাক্ ধিনা।


এই এখানে একজন কন
            মুক্তিযুদ্ধই রদ্দি।
ওই ওখানে শুনছি কানে—
        রক্তের ঋণ শোধ দি'।
দেশের জন্যে কেউ বা ডাকেন
         আমেরিকান বদ্দি!


মাঝখানে যে ফান্দে পড়ে
          বগার মতো কান্দি—
নুন আনতে পান্তা ফুরোয়—
         সেই সুবাদে জান দি'।
কারণটা কী জানার জন্যে
       মাঝের পাতা টান দি'।


আসল খবর নকল খবর—
         ‌‌      পৃষ্ঠা সয়লাব!
পত্রিকারও সংখ্যা অধিক।
           পাঠক বলে, বাপ!
তার চেয়ে কও কোনটা দড়ি
          আর কোনটা সাপ?


পত্রিকাতে খবর ছাপে,
          ছাপে বিশ্লেষণ।
বিশ্লেষণের চেয়ে অধিক
        ছাপে বিজ্ঞাপন।
তারও চেয়ে অধিক ঠাট্টা—
           তথ্য অতিরঞ্জন।


প্রত্যহ তাই পত্রিকাদের
          সমুদ্দুরে জাল
ফেলি এবং ফেলাই ছুড়ে
      যা কিছু জঞ্জাল।
বালক আমি পাঠক আমি
      এই করি আজকাল!


_______________
কবিতা: বালক আমি পাঠক আমি
কবি: সৈয়দ শামসুল হক
গ্রন্থ: সবুজ নীল লাল জামা