আকাশে উদাসী মেঘ, মর্ত্যে তুমি বাজাও খঞ্জনি;
ধুলোর বাউল তুমি, তাকে তুমি ব্যাপ্ত করে আছো।
নিমের আড়াল আর কামরাঙা ছায়া-
                     সেখানে দাঁড়াও এসে ;
ছেলে, বুড়ো, আধবুড়ো, আইবুড়ো মেয়ে-  
সকলেই সন্তানের অধিকারে ভালোবাসা বোনে,
তুমি বাজাও খঞ্জনি।


কী স্বাদ ছড়াও তুমি গ্রাম থেকে গ্রামে!
স্বর্গ কি ভরাতে পারে বাংলার বিকল হৃদয়?


তোমার গৈরিক ছায়া মিশে যায় এ রোদ্দুরে, তুমি
                      লোক থেকে লোকে।


চেতনায় গূঢ় মূলে জল দাও, বীজ ;
শস্য করো চিরকাল, হাসি দাও কান্নার সময়ে,


উপদ্রুত হৃদয়ের বাঁধ ভাঙ্গো ভক্তির প্লাবনে;
                      চিরকাল বাজাও খঞ্জনি ।