আজব দেশের ধন্য রাজা
দেশজোড়া তার নাম।
বসলে বলে 'হাঁটরে তোরা',
চললে বলেন, 'থাম'।


রাজ্যে ছিল সান্ত্রী-সিপাই
মন্ত্রী কয়েক জোড়া।
হাতিশালে হাতি ছিল
ঘোড়াশালে ঘোড়া।


গাছের ডালে শুক সারীদের
গল্প ছিল কতো,
গল্পে তাদের রাজার কথা
ফুটতো খইয়ের মতো।


চাষীর মাঠে ধান ফলে না
ফসল গেল কৈ?
রাজা বলে খাওগে সবাই
রাঙা ধানের খৈ।


রাঙা ধানের খৈ পাব কৈ,
বললো দেশের প্রজা।
খৈ ফুরুল, দৈ ফুরুল
নেইকো পিঠের মজা।


'আর কটা দিন সবুর করো',
বলেন রাজা হেসে,
' ফলবে মেওয়া সোনা-দানায়
রাজ্যি যাবে ভেসে।'


এই না বলে স্বপ্নে রাজা
দেখেন সোনার ঘোড়া।
প্রজা দেখে রাজার মুকুট
কাগজ দিয়ে গড়া!