গরমের তাপদাহ
মাথা গেছে ঘুরি,
ঝড়-বৃষ্টি জলোচ্ছ্বাস
গেছে মোদের ছাড়ি।


প্রকৃতির রুষ্টুতায়
মন হয়েছে ভার,
এক ফোঁটা বৃষ্টি
খুবই যে দরকার।


জীবন মরুময়
বেদনা পোড়া ছাই;
মিটিয়ে দিতে মন থেকে
একটু বৃষ্টি চাই।


চেয়ে আছি প্রতীক্ষায়
কখন আসা হয়,
ডাকার ভাষা নাই
তবু ডেকে যাই।