ঝরে যাওয়া ফুলটি যখন
গাছের ডালে ছিল,
দেখতে তখন লাগত যে
তাকে খুবই ভালো।


শরতের সকালে ঝরা
তাজা শিউলি ফুল,
হারিয়ে ফেলার বিরহে
মন হয় আকুল।


মূল কাটা গাছ দাঁড়িয়ে আছে,
শুকিয়ে প্রায় শেষ,
ছন্দহীন নিষ্প্রাণ জীবন
এই তো চলছে বেশ।


সে-ই গাছেরই ফুলগুলো
নিয়ে একটু স্মৃতি ,
শেষের দিকে যাচ্ছে চলে
বিদায় আজ প্রীতি।