কবর তুমি অন্ধকার
মাটির একটি ঘর,
তোমার ভেতর নাই যে
কোন আপন পর।


কবর তুমি অন্ধকার
মাটির একটি ঘর ,
তোমার ভেতর নাই যে
কোন আপন পর ।


কবর তুমি আলোহীন
মাটির বাড়ি,
তোমার বুকে ঘর বানাবো
এই দুনিয়া ছাড়ি।


যেতে না চায় তোমার কাছে
এই দুনিয়া ছাড়ি,
কারণ তুমি সাপ বিচ্ছুর
অন্ধকার এক বাড়ি।


কবর তুমি ফুলবাগিচা
আমল কারীর জন্য ,
নিতে পারি যদি
তোমার বুকে পর্যাপ্ত পূর্ণ ।


তুমি মাটির বাড়ি _
তোমার বুকে ঘর বানাবো
এই দুনিয়া ছাড়ি।