তোমায় খুঁজেছি আমি
পূর্ণিমার আকাশে,
হাজারো তারার ভিড়ে
চাঁদের আলোয়।

আমার সেই তুমিকে
খুজেঁছি
বৃষ্টি ভেজা কদম গুচ্ছের মাঝে
সকালসাজে।

আজ উম্মাদ প্রায়_
খুঁজে খুঁজে এসে,
থেমে গেছি;
শরতের কাশবনে।

শত প্রচেষ্টার পর,
ঊর্ধ্ব গগনে দুহাত প্রসারিত করলাম _
যদি বুনো হাঁসের পালে
তার দেখা পাই!

রাজহাঁসের পালের
পিছু ছুটে ছুটে_
পা দুটো আজ ক্ষতবিক্ষত;
রক্তাক্ত প্রায় ।

খুঁজেছি তোমায় আমি_
ত্রিভুবন জুড়ে;
তোমার দেখা নাহি পাই।