এই বৃষ্টি ভেজা সন্ধ্যায়
তোমার হাতের এক কাপ:
চায়ের প্রতীক্ষায় আছি আমি_
জানি খুব আসবেনা।


এই আলোহীন সন্ধ্যায়
তোমার আলতো পরশের;
অপেক্ষায় আছি আমি_
জানি তুমি ছোঁবে না।


টিপ টিপ বৃষ্টির ছন্দে
মুখরিত সন্ধ্যায় বসে;
গল্প করার সাধ জাগে_
যদিও তুমি বসবে না ।


কিভাবে আসবে তুমি
আমায় যখন চিনই না!
কেমন আছো তুমি ?
একটু কি আমায় বলবে না !


হে ভবিষ্যৎ, তোমার
প্রতীক্ষায় আমি ।