ভুল ভুল ভুল
প্রত্যেকটি পদে পদে ভুল,
নিঃশ্বাসে প্রশ্বাসে ভুল
খুঁজে না পাই তার কুল।


ভুলে ভুলে আজি
ডুবে আছে তোরি,
জাগাবার নাই পাই
কুল, আমি যে আকুল।


নিরাশার দীর্ঘশ্বাসে_
আশার হাহুতশে,
খুজেছি আজ
আখেরের মাস্তুল।


তবে জাগবে না কি তরী?
বাঁচবে নাকি জীবন?
ভুলের তলানিতে আজ
হতেও পারে মরন।


শোনো হে পবন,
যদি এখানেই হয় মরন,
বন্দরে যেয়ে বলিও তারে_
আর না করিতে স্মরণ।