হুটকরে কোন এক নিশ্চুপ ক্ষনে, চলে যাবো নিষ্প্রাণ এ শহর ছেড়ে;
সকলের হয়ে বেখবর,
নীলিমার উড়েচলা পেঁজা তুলোদের সাথে, সবুজ ঘাসের দেশে;
শূন্য-জনকোলাহল।
কথা হবে নির্জনে বৃষ্টিভেজা তপ্ত মাটির সোঁদা গন্ধবহা বায়ে;
গায়ে মেখে নব-শ্রাবণ জল,
অগোছালো মন।মন, আমার এ অগোছালো মন।
শ্রাবণ বিকেলে নভে ঘন-শ্যামল বাদল,
সবুজ ঘাসের বুকে বৃষ্টির জল।
বিজুরীর আলোতে রাঙিয়ে মন,
ছুটিব দিগ্বিদিক আজ উজালা নয়ন।
কে জানে কি অভিলাষে, চলেছি কোন মঞ্জিলে,
কিছুই ভাবার আজ নেই অবসর,
অগোছালো মন।মন, আমার এ অগোছালো মন।
কুহু-পাপিয়া নেয়ে শ্যাম দেয়ার জলে,
সুর তোলে বনানীর কেয়া-কদম তলে।
মেঘ-মল্লারের মন্দ্র সুরের তানে,
পুরনো কাজরী গাইব আজ নতুন সুরে।
ভেজা কদম্ব-কুসুম হাতে, নাহিয়া শ্রাবণ মেঘে,
হয়তো দাঁড়াব গিয়ে তোমার আঙ্গিনা পর,
অগোছালো মন।মন, আমার এ অগোছালো মন।