মেঘ করেছে,কালো মেঘে ছেয়ে গেছে নীলাকাশ
উদাসী পথিক পথ চলিতেছে,
পিছু ফেরার নেই কোন অবকাশ।
চলিতেছে পথিক হাটি হাটি পায়ে
আকাশে মেঘের গর্জন,
মনেতে তবু নেই সংশয়
আছে অজানা পুলকিতের প্লাবন।
মনের মধ্যেও ঝড় তুলেছে যেতে হবে বহু দূর
না জানা পথের অজানা গাঁয়ের গন্তব্যের ধুম।
খানিক বাদে ঝড় শুরু হল
সাথে নিয়ে বারী ধারা,
অচেনা গাঁয়ের নির্জন পথে
পথ চলিবার-ই পাগল পারা।
পড়িল বৃষ্টি চলিল পথিক
পাড়ি দিয়ে বহু জনপদ
থামিল বৃষ্টি থামিলনা সে,
চলিতে থাকিল বহু পথ।
সংসার বৈরাগী পথিকেরই বা
কিসের থামিবার ত্বর,
হারায়েছে সব, দূরে সরে গিয়েছে
হয়েগিয়েছে সব পর ।