.
সুখের হাজারো উপকরণ চারপাশ ঘিরে
দুঃখেরা দুরত্ব মেপে চলে
তবুও মানবকুল দুঃখ পুষে মরে।
.
অপ্রাপ্তিতেই আছে জেনো স্বপ্ন
দেখার ছোঁয়া
প্রাপ্তি এলেই জীবন ফিকে লাগবে
ধোঁয়া ধোঁয়া
তাইতো বলি কিছু চাওয়া না পাওয়াই
থাক
জীবন নদী এমনি করেই সুদূর বয়ে যাক।
.
রাত্রি আছে বলেই জগৎ ভোরের দেখা
পায়
আঁধার ছাড়া আলোর,মর্ম বোঝা দায়
তাইতো বলি বিমর্ষ কে ঝেটিয়ে
বিদেয় করো
হর্ষ টা কে বুকের মাঝে জাপটে তুমি
ধরো।
.
সুখের খুঁজে ভুবন চষে লাভ কি বল ভাই?
বুকের মাঝেই সুখের আবাস খুঁজে দেখো তাই
পরের তরে রাখলে জীবন, কীর্তি তোমার রবে
নিজ স্বার্থ উচ্চে রেখে মহান কে
হয়েছে কবে?
.
.
.
@শান্তা আহমেদ