পুড়ে যাওয়া বুকে হাত রেখো
না নীলার্ধ
অজান্তেই পুড়ে খাক হবে তোমার
ভেতর বাহির্।
কতবার ডিঙিয়েছি অযাচিত
চৌকাঠ
আ-সমুদ্র জলের লোভাতুর
হাতছানি।
এ পথেই ফিরে গেছে কত
মাল্টি কালার প্রেম
বিস্তীর্ণ জলরাশি বুকে
চেপে রয়েছে তৃষ্ণার্ত
উর্বশী পৃথিবী জানে
ফিরে যাওয়া যতটা সহজ,
টিকে থাকা ততটাই কঠিন।
ন্যাপথলিনের ভাঁজে আজো
ফিরে যাওয়া সময়
অকারণেই শুনিয়ে যায়
চৈতালি গান।
বেহিসেবী খাতায় ঋন রেখে
নিঃস্ব
হলো যে চাঁদ
তার কাছে জমা খরচের হিসাব
চেয়েও না
বরং পুড়তে চাও? পুড়ো ,
আগ্নেয়গিরি তো সেই কবে
থেকে জলন্ত।
.