এখন আমার ভাল্লাগেনা
রাত কাটে তো দিন কাটে না
মনের মাঝে মন থাকেনা
চোখের ভাঁজে ঘুম থাকেনা।
এখন আমার ভাল্লাগেনা
.
এখন আমার রাত্রি এলেই
গা কাঁপিয়ে জ্বর যে আসে
চৈত্র দিনেও চোখের কোনে
শ্রাবণ ঢলের ধারা ভাসে
সত্যি বলি ভাল্লাগেনা, ভাল্লাগেনা।
.
ফাগুন ধরা আগুন ঝরা
মনের মাঝে কেবল খরা
চাঁদনী প্রহর দিচ্ছে জহর ফুলের পানে ছুটছে ভ্রমর
ধ্যত্তেরি ছাই ভাল্লাগেনা, ভাল্লাগেনা।
.
চোখের কাজল, নাকের নোলক
কিছুই আমায় আর টানেনা
কিযে হলো, কেন হলো!
কেউ জানেনা, কেউ জানেনা
সত্যি বলি ভাল্লাগেনা, ভাল্লাগেনা।
.
খোলা খোঁপা, এলো বসন
কেউ দেখে না, কেউ দেখে না
দিচ্ছি আঁড়ি, ফিরছি বাড়ি
আর আসব না, আর আসব না
ধ্যত্তেরি ছাই ভাল্লাগেনা, ভাল্লাগেনা। .