এক শরতে'ই সে এসেছিল চোখের কূল ঘেঁষে স্বপ্ন এঁকে
বলেছিলো, "তুমি আমার হলে যাবতীয় কাশফুল তোমার হবে মেয়ে"
তারপর কত বিকেল চলে গেছে সারসের ডানায় চেপে
রাতের হাসনাহেনা জানে সেই সব ভুলে ভরা গল্প।
.
সমুদয় জন্ম ঋন আমি তোমার মুঠোতেই তুলে দিয়েছিলুম,
বুক পকেটে জমা রেখে দিব্যি আমায় জাতিস্মরের গান শুনালে,
শুকনো বকুলের জন্ম ইতিহাস পাঠ করে জানালে ' এইতো জীবন,
ময়ূরাক্ষী রাত কি তবে মুচকি হেসেছিল সেদিন?
.
আজো তুমি তেমনি আছো, গল্পো করো অন্য কারো বুকে
শরৎ দেখো, ছবি আঁকো অন্য কারো চোখে,
অথচ তুমিও বলোনি 'আসি ' আমিও বলিনি 'বিদায় '
জানে শুধু এ ক্ষণ , জানে এ হৃদয়।
.
অনির্বাণ,
প্রতারক সময়কে শূলে চড়িয়ে দেখো দিব্যি আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি,
আজ এখানে নেই কোন বৈশাখী তোলপাড়
এখানে সময় আজ 'বিশ্যল '।
.
সময়ের হাত ধরে এখনো এখানে লাস্যময়ী শরৎ আসে
কাশফুলের শাড়ি পড়ে অহর্নিশ ডেকে যায়
ঢেউ হীন নদীকে,
মগড়া জানে আবারো দু 'কূল প্লাবিত হবে কোন এক শ্রাবণে।
.
অনির্বাণ,
তুমি বরং অষ্টাদশীর বুকে মুখ গুঁজে
আনকোরা প্রণয়ের গল্পো লিখো,
রাতের নক্ষত্রেরা কি জানেনা এইখানে একদিন আমিও ছিলাম!!